মালদায় বৃষ্টির সম্ভাবনা,তাপমাত্রা নামতে পারে মুর্শিদাবাদে , আশায় রয়েছেন তৃতীয় দফার যাঁরা উত্সবে অংশ নেবেন

The Truth Of Bebgal : আজ ভোট রয়েছে মালদা উত্তর -দক্ষিণ, মুর্শিদাবাদও জলঙ্গিতে। তাপপ্রবাহের জেরে এই অঞ্চলের মানুষকে এতদিন নাজেহাল হতে হয়েছে।অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই প্রচার করেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীও প্রতিনিধিরা।গৌড়বঙ্গের জেলার মানুষের প্রশ্ন, আজ কীরকম থাকবে তাপমাত্রা? সোমবার সন্ধ্যায় দেখা যায়,মালদা ও মুর্শিদাবাদে পরিস্কার আকাশ।এর মাঝে ৪কেন্দ্রের ভোটাররা আশা করছেন,অধিকাংশ জেলার মতোই তাঁদের জেলাতেও কমবেশি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস হল,রাজ্যের অন্যান্য জেলার মতোই উত্তরবঙ্গের ৮ জেলাতেও সপ্তাহভর বৃষ্টি চলবে। দমকা হাওয়া সহ হাল্কা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর জানিয়েছে। সেইমতো মালদায় আজ বৃষ্টি হতে পারে ।মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা নামবে বলে আশা অনেকের। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ ১১জেলায় কালবৈশাখীর সতর্ক বার্তা দেওয়া হয়েছে।কালবৈশাখির সম্ভাবনা রয়েছে কলকাতা,হাওড়া,দুই বর্ধমান,দুই মেদিনীপুর,দুই ২৪পরগনা,ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলায়। গণতন্ত্রের উত্সবে যাঁরা সামিল হবেন তাঁরা বৃষ্টি নামার আশায় রয়েছেন।চাইছেন,এতদিনের অস্বস্তিকর আবহাওয়ায় এবার দাঁড়ি পড়ুক।নামুক ঝিরঝিরে বা ঝমঝমে বৃষ্টি।তাতে আরও যাই হোক ভোটদানের সময় কালঘাম ছুটবে না।ঘাম প্যাচপ্যাচে আবহাওয়ায় ইভিএমে রায়দানের ক্লান্তি দূর হবে।