রাজ্যের খবর

সিজিও কমপ্লেক্সের ছবি এবার শিলিগুড়িতে, মমতার ছবি নিয়ে দৌড় দিল পুলিশ

CGO complex photo now in Siliguri, police ran with Mamata's photo

Truth Of Bengal: গতকাল সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তর মিডিয়াকে দেখে পালানোর দৃশ্যে শোরগোল পরে গিয়েছিল। সেই একই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে, তবে ঘটনাটা ভিন্ন হলেও এক পুলিশ কর্মীর দৌড় দেখল শিলিগুড়ি।

বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি -র সদস্যরা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মহকুমাশাসকের দফতর পর্যন্ত মিছিল ছিল। এবিভিপি সমর্থকরা সফদর হাসিম চক, হিলকার্ড রোড হয়ে মহানন্দা সেতু পেরিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই মিছিল হয়।পুলিশের অনুমতিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহকুমাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। পরে এবিভিপি সমর্থকরা রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করে ।

এর পরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় । বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে । এরই মাঝে বিক্ষোভকারীদের কয়েকজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এরই মাঝে ভিড় থেকে সাধারণ পোশাকে থাকা এক পুলিশ কর্মী মমতার ছবিটি নিয়ে দে দৌড় । পুলিশ কর্মীর পিছনে দৌড়াতে থাকে বিক্ষোভকারীরা । কিন্তু ততক্ষণে ওই পুলিশ কর্মী ছবিটি ব্যারিকেডের ভেতরে পুলিশকে দিয়ে দেয়। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তাল হয়ে যায়। এই ঘটনার মাঝে কয়েকজন এবিভিপি মহিলা সমর্থকদের বলতে শোনা গিয়েছে “ছবিটি ছিনিয়ে নিলেন কেন ? ওটা ফেরত দিন এখনই!”।

কিন্তু শেষ অবধি পুলিশ ছবি ফেরত দেননি। এখানেই থেকে থাকেননি এবিভিপি সমর্থকরা পরে অন্য একটি ছবি পোড়ান। পাশাপাশি মমতার কুশপুতলও পোড়ানো হয়। ঘটনায় দার্জিলিং জেলা তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘দেশের বিভিন্ন রাজ্যেই মহিলাদের উপর নৃশংস ঘটনা ঘটতে দেখেছি। যা ঘটেছে, তা ন্যক্কারজনক। আমরাও বিচার চাই। কিন্তু বিরোধীদের আন্দোলন এখন বিচারের বদলে মুখ্যমন্ত্রী-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। এটা বাংলার মাটি বলেই সম্ভব। ভারতের অন্য কোনও রাজ্যে এটা সম্ভব নয়।’’

Related Articles