মিড ডে মিলে বরাদ্ধ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের
Central government hikes mid-day meal scheme

Truth Of Bengal: জয় চক্রবর্তীঃ ২০২৪ সালে মিড ডে মিলে বরাদ্ধ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এরপর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বরাদ্ধ বৃদ্ধির সিদ্ধান্ত। প্রাথমিক, উচ্চ প্রাথমিকের মিড ডে মিলে বরাদ্ধ বৃদ্ধি। এই বরাদ্দ বৃদ্ধির ফলে প্রাথমিকে ৬ টাকা ১৯ থেকে হল ৬ টাকা ৭৮ পয়সা।উচ্চ প্রাথমিকে ৯ টাকা ২৯ থেকে হল ১০ টাকা ১৭ পয়সা।
বলা বাহুল্য, ২০২৪ সালে শেষ বার মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। সেইসময় প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ করা হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। আগে এই বরাদ্দ ছিল ৫ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ বরাদ্দ বেড়েছিল মাত্র ৭৪ পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ করা হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আগে এই বরাদ্দ ছিল ৮ টাকা ১৭ পয়সা।। আর এবার চলতি বছরে ফের মিড ডে মিলের বাড়ল বরাদ্দ।
তবে এবারও মিড- ডে মিলের বরাদ্দ সামান্য বাড়ায় খুশি নয় শিক্ষামহল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘ প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু অন্তত ১০ টাকা এবং উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে ১৫ টাকা করা উচিত। কারণ, চলতি বছর কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের রান্নার খরচের বরাদ্দ কিছুটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।’