সাড়ম্বরে পালন বিবেকানন্দের জন্মদিন,স্বামীজির ভাবধারা বাড়াতে চেতনা যাত্রা,আগরপাড়ায় হল বর্ণাঢ্য শোভাযাত্রা
Celebration of Vivekananda's birthday

The Truth of Bengal: ‘হে ভারত, ভুলিও না– নীচজাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন কর, সদর্পে বলো- আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো- মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। কতদিন আগে এই কথা বলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমাদের জন্য এই যে বিবেক বাণী তা আজও সমান প্রাসঙ্গিক। বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দকে স্মরণ করা হল তাঁর জন্মদিনে। গোটা রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় দিনটি।
আগরপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অ্যাকাডেমির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে বিটি রোড পরিক্রমা করে আবার শেষ হয়ে স্কুল প্রাঙ্গণে এসে। স্বামীজির ১৬১তম জন্মদিবসে মানুষের মধ্যে স্বামীজির ভাবধারা বাড়ানোই ছিল এই চেতনা যাত্রার উদ্দেশ্য। ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদাকে রথে চড়িয়ে যাত্রা শুরু হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়া অভিভাবক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন শোভাযাত্রায়।
আগরপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন অ্যাকাডেমি প্রতিবছরের মতো এবছরও সাড়ম্বরে পালন করল স্বামী বিবেকানন্দের জন্মদিন। লক্ষ্য ছিল মানুষের মধ্যে চেতনা বাড়ানো। তাই শোভাযাত্রার নাম দেওয়া হয় চেতনা র্যালি।বহু বছর আগে স্বামীজি প্রেম, ভালবাসা, কাজ, ধৈর্য্য, কাজের কৌশল নিয়ে কত কথা বলে গিয়েছেন। সঠিক পথে চলার দিশা দেখিয়ে দিয়ে গিয়েছেন। তাঁর দিয়ে যাওয়া সেই বাণী আজও সমান প্রাসঙ্গিক। তাই স্বামীজির প্রতি বাঙালির টান ও শ্রদ্ধা যুগ যুগ ধরে একইরকম আছে।