রাজ্যের খবর

বিশ্বভারতীর আদলে শান্তিনিকেতন ও বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসব পালন

Celebration of spring festival in different wards in Santiniketan and Bolpur on the pattern of Visva Bharati

The Truth Of Bengal: বোলপুর, সৌতিক চক্রবর্তীঃ  বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব পালন না করলেও বিশ্বভারতীর আদলে শান্তিনিকেতন ও বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে পালিত হল বসন্ত উৎসব। এই উৎসবে সামিল ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বছরও বসন্ত উৎসব পালন করেননি। কি কারনে বসন্ত উৎসব পালন করেননি সেই নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কিন্তু বিশ্বভারতীর আদলেই শান্তিনিকেতন ও বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে আয়োজন করা হলো বসন্ত উৎসব। শান্তিনিকেতনে রতনপল্লীতে বসন্ত উৎসবে সামিল হয়েছেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সোমবার সকাল থেকেই রাঙিয়ে দিয়ে যাও গানের মধ্য দিয়ে এই দিনটি পালন করলো শান্তিনিকেতন বোলপুর সহ বাইরে থেকে আসা পর্যটকরা। শান্তিনিকেতনে সোনাঝুড়িতেও কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

২০১৯ সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্রম মাঠে শেষ বসন্ত উৎসব পালন করেছিলেন। ২০২০ ও ২০২১ সালে করোনার জন্য বসন্ত উৎসব বন্ধ করা হয়েছিল। কিন্তু ২০২২ ও ২০২৩ সালে বিশ্বভারতীর তৎকালীন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসব বন্ধ করে বলেছিলেন,“ বসন্ত উৎসব নামে শান্তিনিকেতনে তান্ডবলীলা চাইনা।” এইবছর সবাই ভেবেছিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক তিনি বসন্ত উৎসব আয়োজন করবেন কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এইবছরও আয়োজন করলো না বসন্ত উৎসবের। তার আদলে শান্তিনিকেতনে বিভিন্ন ওয়ার্ডে হলো বসন্ত উৎসব। একে অপরকে আবির মাখিয়ে এই দিনটি উদযাপন করেন শান্তিনিকেতন বোলপুর সহ বাইরে থেকে আসা পর্যটকরা। আবিরের রঙে কার্যত রঙিন হয়ে ওঠে শান্তিনিকেতনের আকাশ বাতাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূম জেলা পুলিশের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Related Articles