রায়গঞ্জ পৌরসভায় যিশু খ্রীষ্টের জন্মজয়ন্তী পালন
Celebration of birth anniversary of Jesus Christ in Raiganj Municipality

The Truth of Bengal: রায়গঞ্জ পৌরসভা প্রতিবছরের ন্যায় এ বছরও যিশু খ্রীষ্টের জন্মজয়ন্তী পালন করেছে। আজ ২৫শে ডিসেম্বর যিশু খ্রীষ্টের জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে কেক কেটে যিশু খ্রীষ্টের ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার কর্মীরা।
যিশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ পৌরসভাতে কেকের পাশাপাশি পায়েস খাওয়ানো হয় পৌরসভাতে আসা সমস্ত নাগরিকদের। আজ সারাদিন ধরে যে সমস্ত নাগরিকরা রায়গঞ্জ পৌরসভা তে আসবেন তাদের সকলের জন্য রায়গঞ্জ পৌরসভা ব্যবস্থা করেছে কেক ও পায়েস।
পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, “রায়গঞ্জ পৌরসভা সব ধর্মের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক স্থান। আমরা সব ধর্মের মানুষের সম্মান করি। যিশু খ্রীষ্টের জন্মজয়ন্তী একটি ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সব ধর্মের মানুষের সঙ্গে একসাথে মিলিত হই।”