রাজ্যের খবর

চুরি-ছিনতাই রুখতে হলদিয়ার সুরক্ষায় সিসিটিভি

Cctv Surveillance in Haldia

The Truth of Bengal: গত বছর পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন, কেন জেলায় বাড়ছে দুর্ঘটনা, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। অবিলম্বে সেই ঘটনায় লাগাম টানার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলার অপরাধে লাগাম টানতে এবার শিল্পশহর হলদিয়া সহ জেলার বড় অংশ সিসিটিভি-তে মুড়ে ফেলা হল।

প্রশাসনের উদ্যোগে দেড় কোটি টাকার বেশি ব্যয় করে শিল্পশহর হলদিয়াকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রকল্পের উদ্বোধনের পর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ইতিমধ্যে হলদিয়ায় এবং পাশাপাশি এলাকায় পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে দুষ্কৃতীদের দাপট কমানো সম্ভব হয়েছে। এখন সিসি ক্যামেরা বসানোয় হলদিয়ার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সভাঘরে প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক পুলিশ সুপার কে অমরনাথ, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ শিল্প সংস্থার কর্তারা।

সিসিটিভি ক্যামেরা লাগানোয় নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে অনেকটাই সুবিধে হবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হলদিয়ার মানুষজন। গোটা এলাকার ৭৮টি পয়েন্টে ২৪০টি স্থায়ী ক্যামেরা, ২৬টি এএনপিআর ক‍্যামেরা এবং ৫টি পিটিজেড ক্যামেরা বসানো হয়েছে। হলদিয়া, দুর্গাচক, ভবানীপুর, সুতাহাটা ও মহিষাদল থানা এলাকার মোট ১৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অপটিক‍্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে সিসিটিভি ক্যামেরাগুলি। ৪টি জোনে ভাগ করে ৪টি কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পুলিশ। জেলার অপরাধে লাগাম টানতে শিল্পশহর হলদিয়া সহ বিস্তীর্ণ অংশ যে ভাবে সিসিটিভি ক্যারেরায় মুড়ে ফেলা হয়েছে তাতে খুশি এলাকার মানুষ।

Related Articles