রাজ্যের খবর

নিরাপত্তার নজরদারিতে সিসি ক্যামেরা, স্থায়ী শেডের নীচে বেচা-কেনা

CCTV cameras under permanent shed for security surveillance

Truth of Bengal: একদিকে নিরাপত্তার জন্য সিসিটিভির নজরদারি ,অপরদিকে মাথার উপর স্থায়ী শেড। সব মিলিয়ে নতুন সংস্করণ কামারপুকুর বাজারে। ১৫ লক্ষ  টাকা খরচ করে নতুন ভাবে তৈরি করা হয়েছে কামারপুকুর বাজার। কামারপুকুর বাজার হচ্ছে নতুন করে সংস্করণ। রোদ জল ঝড় থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের রেহাই দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে পঞ্চায়েত।প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে নতুন করে সংস্করণ হচ্ছে কামারপুকুর বাজারের।

যেখানে বসছে বাজারের মাথায় টিনের শেড, জল কাদার মধ্যে যাতে বাজার নিয়ে না বসতে হয় তার জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট সিট। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসিটিভি। সব মিলিয়ে আধুনিক বাজারের পরিকাঠামো পাচ্ছে কামারপুকুর বাজার। স্থানীয় সূত্র খবর, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত কামারপুকুর বাজার।

এছাড়া রোদ জল ঝড় মাথায় করে নিয়েই ব্যবসায়ীরা ব্যবসা করতেন এই বাজারে।তাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে বাজারের পরিকাঠামো উন্নত করা যায়।অবশেষে রাজ্য সরকার কর্তৃক অনুদান থেকে ১৫ লক্ষ টাকার অনুদান নিয়ে কাজ শুরু হয়েছে বাজার উন্নতিকরণের।

এ বিষয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন, দীর্ঘদিনের মানুষের দাবী ছিল এই বাজার সংস্করণ। এই বাজারে গোটা আরামবাগ থেকে মানুষজন আছেন সবজি মাছ বিক্রি করতে এবং ক্রেতারাও আসেন বহু দূর থেকে। মূলত খুচরো ও পাইকারি বাজার একই জায়গায় হওয়ায় প্রতিদিন জেলার বাইরে থেকেও বহু মানুষের ভিড় জমে।

Related Articles