রাজ্যের খবর

জনগণের নিরাপত্তার স্বার্থে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন

CCTV Camera

The Truth of Bengal: জয়নগরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে প্রশাসন উদ্যোগী হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু এখন সেই সিসিটিভি খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বাড়ছে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ। দুহাজার কুড়িতে জয়নগর লোকসভা কেন্দ্রে সাংসদ প্রতিমা মণ্ডলের সাংসদ তহবিলের ৯০ লক্ষ টাকা ব্যয়ে ১০০ জোড়া ক্যামেরা বসানো হয়েছিল জয়নগরে। খারাপ হয়ে যাওয়া সেই সিসিটিভি ক্যামেরাগুলো সাড়ানোর দাবি উঠছে।

জয়নগরের দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছিল। ২০২০তে লাগানো হয় সিসিটিভি।সিসিটিভি ক্যামেরার সাহায্যে এতদিন অপরাধীদের চিহ্নিত করা বড় সুবিধার হত। সাধারণের নিরাপত্তার কথা ভেবে সাংসদ প্রতিমা মণ্ডলের সাংসদ তহবিল থেকে ৯০ লক্ষ টাকা খরচ করে ১০০ জোড়া ক্যামেরা বসানো হয়। সিসিটিভি বসানোর ফলে চুরি-ছিনতাইয়ের উত্পাত রোখা যায়। অনেক দুষ্কৃতীই ধরা পড়ে পুলিশের জালে।সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বারুইপুরের মানুষ অতিষ্ঠ।

আগে এলাকা থেকে মোবাইল চুরি বা  বাইক চুরি ধরা হয় সিসিটিভি দেখে। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে  কমে আসে অপরাধের ঘটনা। এখন জয়নগর থানা এলাকা থেকে দক্ষিণ বারাসতে যাওয়ার পথে বেশিরভাগ ক্যামেরা নষ্ট হয়ে গেছে। প্রযুক্তির নজরদারি না থাকায় নেতিবাচক ঘটনার বাড়বাড়ন্ত বলে অনেকের অভিমত।শুধু রাস্তা নয়,মসজিদ সহ নানা প্রতিষ্ঠান থেকেই মূল্যবান সামগ্রী বেহাত হয়ে যাওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। জয়নগর প্রশাসনের কাছে স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে ক্যামেরা সারানো হোক, নাহলে চুরি, ছিনতাই বা অপরাধমূলক কাজ কিছুতেই কমবে না। মানুষের দাবি মেনে প্রশাসন ক্যামেরাগুলি সংস্কার করতে চায়। আগামীদিনে ক্যামেরায় নজরদারি বাড়লে সুরক্ষা সুনিশ্চিত হবে বলেও অনেকের আশা।

Related Articles