নারদ কান্ডে ম্যাথু স্যামুয়েলকে ফের তলব, হাজিরার নির্দেশ দিল সিবিআই
CBI summons Mathew Samuel again, orders him to appear in Narada case

The Truth of Bengla: নারদ কান্ডে আবারও নড়েচড়ে বসল সিবিআই। আবার তলব করা হল নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে। আগামী ২৯ জুলাই বেঙ্গালুরুর সিবিআই এর বিশেষ অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ম্যাথুকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। কলকাতায় সিবিআই দপ্তরে এসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নারদকর্তা সিবিআইকে চিঠি লিখে জানিয়েছিলেন কলকাতায় আসার বিমানের টিকিট কেটে দেওয়ার জন্য। ম্যাথুর শর্তে সিবিআই ব্যবস্থা বা উদ্যোগ না নেওয়ায় ম্যাথো সিবিআই দপ্তরে যাননি। আবার এই মামলায় তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশ্য এবারও সিবিআইয়ের দপ্তরে ওই নির্দিষ্ট দিনে যেতে পারছেন না ম্যাথু স্যামুয়েল। বেঙ্গালুরুর দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হলেও যেতে পারবেন না তিনি। নারদ কর্তা কেন্দ্রীয় এজেন্সিকে চিঠি লিখে জানিয়েছেন এই মুহূর্তে তিনি দেশের বাইরে রয়েছেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভারেজ করবার জন্য তিনি এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন। আমেরিকা থেকে ফিরে এসে তিনি সিবিআই দপ্তরে যাবেন এমন কথা চিঠিতে জানিয়েছেন ম্যাথু। দীর্ঘ বছর ধরে নারদ মামলা চলছে। এই মামলায় অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। নারদ মামলায় যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়নি। মাত্র কয়েকজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক চরণমে পৌঁছায়। অভিযোগ ওঠে রাজনৈতিক স্বার্থে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে চলেছে।
যারা বিজেপিতে নাম লিখিয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযুক্ত কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনো এই মামলা শেষ করতে পারিনি সিবিআই। ফলে মামলার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আবার নতুন করে এই মামলায় জিজ্ঞাসাবাদ এর জন্য ডেকে পাঠানো হয়েছে ম্যাথু। তবে তিনি বিদেশে থাকার কারণে নির্দিষ্ট দিনে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই মামলা তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায় এখন সেটাই দেখার।