এসবিএসটিসি-র যাত্রীবাহী বাস থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
Cannabis worth lakhs recovered from SBSTC passenger bus

Truth Of Bengal: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোল গেট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ।
এরপর সেখানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় বাসের চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দেবালু চক্রবর্তী। সে নদীয়া জেলার বাসিন্দা।
বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীবাহী সরকারি বাস থেকে দুটি ব্যাগে প্রায় ১৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। বিশেষ সুত্রে জানা যাচ্ছে, গাঁজা শিলিগুড়ি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। বিধান নগর থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে মাদক পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।