কাশ্মীরের জঙ্গি হানার প্রতিবাদে মোমবাতি মিছিল শেওড়াফুলিতে
Candlelight procession in Sheoraphuli to protest Kashmir militant attack

Truth Of Bengal: তরুন মুখোপাধ্যায়, হুগলি: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যার ঘটনা গোটা দেশকে শোকস্তব্ধ করেছে। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় শেওড়াফুলিতে এক বিশাল মোমবাতি মিছিলের আয়োজন করে হুগলি জেলা জয় হিন্দ বাহিনী।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জঙ্গি আক্রমণের প্রতিবাদে শেওড়াফুলি ও বৈদ্যবাটি পুর এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে এই মৌন মিছিল। নেতৃত্বে ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি ও বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ (ভাই) এবং পৌর সদস্য শুভাশিস জোয়ারদার। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে নীরব শোকপ্রকাশ করেন। শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি, এই জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন—এই সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে একসাথে রুখে দাঁড়াতেই হবে।
সুবীর ঘোষ বলেন, “কাশ্মীর উপত্যকায় বারবার নিরীহ মানুষ, জওয়ান, ও নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি আক্রমণ হচ্ছে। যেভাবে পর্যটকদের কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে তা কোনও ধর্ম বা মানবতার আওতায় পড়ে না। জঙ্গিদের কোনও জাত নেই, ধর্ম নেই। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ কঠোরভাবে দমন করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে এই জঙ্গি হামলার বিরুদ্ধে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” এই মিছিল শুধু শোক নয়, ছিল প্রতিরোধের ডাক—দেশের জন্য, নিরাপত্তার জন্য, মানবতার জন্য।