রাজ্যের খবর

দুই অভিনেতার টক্করে লোকসভার প্রচার জমে উঠছে ঘাটালে

Campaigning is gathering pace even before the opening of the Lok Sabha

The Truth of Bengal: লোকসভার নির্ঘন্ট প্রকাশের আগেই ঘাটালে জমে উঠছে প্রচার । তৃণমূলের দেবের সঙ্গে বিজেপির হীরণের টক্কর। দেব  দু-দুবার সাংসদ ছিলেন। আর হীরনময় চট্টোপাধ্যায় খড়্গপুরের বিজেপি বিধায়ক ছিলেন। দুজনেই টলিউডের তারকা।  দুই তারকা প্রার্থীর  জন্য হয়ে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন  কর্মীরা।  তৃণমূলের প্রচারের বড় হাতিয়ার ঘাটাল মাস্টারপ্ল্যান। বিজেপি কেন কেন্দ্রীয় বরাদ্দ করেনি,সেটাই বড় তর্কের বিষয়।গেরুয়া শিবির অবশ্য, রাজ্যে বেনিয়ম সহ নানা ইস্যুতে আসর গরম করার চেষ্টায় রয়েছে। দেবের মতোই ঘাটালের মানুষ চান,লড়ই হোক নীতির ভিত্তিতে ব্যক্তিগত কুত্সা যেন না হয়। রূপোলী পর্দা থেকে রাজনীতির রণাঙ্গণে আসা দুই প্রার্থীর লড়াই এবার  জমে উঠবে বলে আশা। ঘাটালের নির্বাচনী প্রচারে বড় জায়গা করে আছে ঘাটাল মাস্টারপ্ল্যান।প্লাবিত অঞ্চলের মানুষ ফিবছর বন্যার কবল থেকে বাঁচতে চেয়েছিলেন ঘাটাল মাস্টারপ্ল্যান সবার আগে রূপায়িত হোক। ১৯৫৯সালে মাণ সিং কমিশন গঠনের পর শিলাবতী নদীর বাঁধে ঘাটাল মাস্টারপ্ল্যানের পাথর পোঁতার কাজ হয়।তারপর কেটে যায় ৩দশক। বামসরকার সেই ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করতে টালবাহনা করলেও তৃণমূল কংগ্রেস সরকার তা রূপায়ণে উদ্যোগী হয়।কিন্তু কেন্দ্রের সরকার,সেই প্রকল্পের বরাদ্দ না করায় রাজ্য সরকারই তা কার্যকর করতে উদ্যোগী হয়েছে।এবার সেই ঘাটালের রাস্তাঘাট,পানীয় জল,ব্যবসা –বাণিজ্যের প্রসারের মতোই বড় ইস্যু এই ঘাটাল মাস্টারপ্ল্যান। বিজেপি অবশ্য দেবকে বারোমাস দেখতে  না পাওয়া ও সাংসদ কোটার অর্থ খরচের হিসেব নিয়ে সুর চড়াচ্ছে।

একনজরে ঘাটাল লোকসভা কেন্দ্র

  • ঘাটালে রয়েছে ৭টি বিধানসভা কেন্দ্র
  • পশ্চিম পাঁশকুড়া, পিংলা, সবং, ডেবরা
  •  দাসপুর, ঘাটাল ও কেশপুর বিধানসভা
  •  লোকসভা কেন্দ্রে মোট ভোটার-১৮,০০,০০২
  • ঘাটাল লোকসভায়  পুরুষ ভোটার- ৮,৭৬,৬৮৮
  • ঘাটালে মহিলা ভোটারের সংখ্যা – ৯,২৩,২৯৪
  • ৬০শতাংশের ওপর মানুষ কৃষিজীবী-শ্রমজীবী

২০২১ সালে বিধানসভা ভোটে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ঘাটাল বিধানসভায় বিজেপি জেতে। বাকি সব কটি বিধানসভায় জয়ী হন  তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ঘাটালে দেব প্রথমে লড়াই না করার কথা বললেও পরে সুরবদল করেন।তিনি এখন ঘাসফুলের প্রতীকে লড়ছেন।হীরণও দেবকে এক ইঞ্চি জমি না ছাড়ার হুঙ্কার দি্চ্ছেন।কিন্তু ময়দানে রাজনীতির নানা পার্টিগণিত তিনি কিকরে মেলাবেন তা এখনও পরিস্কার নয়।বিজেপির কর্মীরা এখন থেকেই দেওয়াল রাঙিয়ে পদ্ম ফোটানোর আশায় বাজি ধরছেন।

  • ২০১৯এ তৃণমূল প্রার্থী দেব  পান ৭,১৭, ৯৫৯ ভোট
  •  বিজেপি প্রার্থী ভারতী ঘোষ পান ৬,০৯,৯৮৬ ভোট
  •  কংগ্রেস প্রার্থী সৈফু্দ্দিন খন্ডেতকার-৩২,৮৩৯ ভোট
  • সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় পান-৯৭,০৬০ভোট

তৃণমূল বনাম বিজেপির লড়াইতে বাম-কংগ্রেস কী কোনও ফ্যাক্টর হবে ?তারকা নন,রাজনীতির জগতের মানুষকেই প্রার্থী করার পক্ষে সওয়াল করে সরব তাঁরা।এরাজ্যের বিরোধীরা অবশ্য অতীতের বাম সাংসদদের কাজের খতিয়ানকেই তুলে ধরতে চান। নির্বাচনী প্রচারে প্রধান ইস্যু গুলো কি কি ? কাকে মনে করছেন প্রধান প্রতিপক্ষ?  গত পাঁচ বছর এলাকায় কি কি কাজ হয়েছে? কোন কাজ এখনো বাকি আছে? পাঁচ বছরের নিরিখে সাংসদের পারফরমেন্স কী ?এই প্রশ্নের উত্তর দিতে আবার জনতার দরবারে যেতে চান তৃণমূল নেতারা।অবশ্যই কেন্দ্রের বঞ্চনার মানচিত্রে জায়গা পাবে ঘাটাল মাস্টারপ্ল্যান পরিকল্পনা তাই ঘাটালের জলযন্ত্রণা থেকে জীবনের নানা সমস্যা এবার যে চব্বিশের ভোটের লড়াইয়ের হট টপিক তা বলাই যায়।আড্ডা –আলাপন থেকে বাজার,চলছে ভোটের চর্চা।দেওয়াল লিখনের পর এবার এই হাইপ্রোফাইল কেন্দ্রে প্রচারের সুর তুলতে চান দেবের মতোই হীরণও।

Related Articles