পুলিশের ওপর হামলা চালিয়ে জায়গা হল শ্রীঘরে, ঘটনা আসলে কি ঘটেছিল?
By attacking the police, the incident happened in Srighar, what actually happened?

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী জয়নগর :- জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ স্কুল মাঠে চলছিল চার দিনব্যাপী গোষ্ঠের মেলা। মঙ্গলবার ওই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মেলা প্রাঙ্গনে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়েই মেলা প্রাঙ্গণে পৌঁছায় মহিষমারি ক্যাম্পের পুলিশ এবং ওই সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে রাতের অন্ধকারে পুলিশের উপর আক্রমণ চালায় একদল যুবক।
তাদের আক্রমণে জখম হন মহিষমারি ক্যাম্পের ভারপ্রাপ্ত পুলিশ ASI শানোয়াজ আলী মন্ডল সহ পাঁচ সিভিক ভলেন্টিয়ার এক ভিলেজ পুলিশ এবং এক কনস্টেবল। এরপর ঘটনাস্থলে ধোসা ক্যাম্পের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের নাম হরিচাঁদ নস্কর, দীপঙ্কর নস্কর, দিলীপ সরদার ও কপিল দেব সরদার।
ধৃতরা মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়,তবে ধৃতরা কি কারণে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাদের সঙ্গে আর কারা কারা ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে পাঠানো হয়।