বাংলায় উৎপাদিত পেঁয়াজ কিনুন, নাসিক থেকে পেঁয়াজ আনা বন্ধ করুন, নির্দেশ মমতার
Buy onions produced in Bengal, stop bringing onions from Nasik, Mamata's instructions

The Truth Of Bengal : গত ১০ দিনে সব জিনিসের দাম বেড়েছে। কেন এইভাবে দাম বাড়ল? নবান্নের বৈঠক থেকে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টমেটো, করোলা, পটল এসবের দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রী বলেন, বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময় ছিল ২২ টাকা, কিন্তু এবারে আছে ৩৫ টাকা। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা, রসুন আগেরবারের ছিল ২০০ টাকা এবার হয়েছে ২৮০ টাকা। বেগুন, গুন কি আমি জানিনা, আগেরবার ছিল ১২০ টাকা এখনো হচ্ছে ১৪০ টাকা।
পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়েও উষ্মা প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বলেন, নাসিকের পেঁয়াজের ওপর ভরসা কেন? আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান ? আমরা কেন আমাদের রাজ্যের চাষীদের কাছ থেকে কিনছি না ?
কেন আমি নাসিকে চলে যাচ্ছি? পেঁয়াজের জন্য তো স্টোরেজ করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান মুর্শিদাবাদ এসব জেলায় তো খুব ভালো পেঁয়াজ হচ্ছে।
নাসিক থেকে পেঁয়াজ আনা বন্ধ করুন। আমাদের রাজ্যে ‘সুখসাগর’ পেঁয়াজ তৈরি হয়। আমাদের চাষীদের জন্য আমরা চার হাজার পেঁয়াজের গোলা তৈরি করে দিয়েছি। সেখান থেকে কেন আমরা কিনছি না ?
রাজ্যের কৃষকদের জন্য আমরা মোট ৬৪০ কোটি টাকা শস্য বীমা হিসাবে দিয়েছি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
৩,১৩৩ কোটি টাকা আমরা বাংলার ১ কোটি কৃষককে সাহায্য করেছি। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফাখোরের জন্য আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। সারপ্রাইজ ভিজিট আবার বাড়াতে হবে। কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার রাজ্য থেকে পেঁয়াজ বাইরে বাংলাদেশে চলে যাবে, সে যাক, আপত্তি নেই। কিন্তু আমার চাহিদা মেটানোর পরে তবে তো যাবে। এগুলো দেখা হচ্ছে না কেন কৃষি দপ্তর কি করছে ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।