নগদ-সহ বহু মূল্যবান সামগ্রী খোয়ালেন ব্যবসায়ী
Businessman loses many valuables including cash

Truth Of Bengal: দোকান থেকে চুরি গেল নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী। রবিবার গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে, মনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী গতকাল তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আর এদিন সকালে মনোয়ার হোসেনের মা দোকানে এসে দেখেন দরজা খোলা এবং দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। দোকানের ভিতরে সব লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর পেয়ে দোকানের মালিক মনোয়ার হোসেন তার বাড়িতে ফিরে আসেন। পাশাপাশি এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে ভিড় জমায় এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা।
অন্যদিকে ওই দোকানের মালিক মনোয়ার বাবু সব কিছু দেখে বুঝতে পারেন যে তার দোকান থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা সহ চাল, ডাল মিলিয়ে লক্ষাধিক টাকার মত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিস। তারা ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে কারা এই চুরির ঘটনার সাথে জড়িত তা এখনও জানা যায়নি।