রাজ্যের খবর

পুড়ে ছাই কালীপুজোর মণ্ডপ! চরমে রাজনৈতিক চাপানউতর!

Kalipuja

The Truth of Bengal: কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় কালীপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন মণ্ডপ উদ্বোধন। তবে এবার এমনই একটি কালীপুজোর মণ্ডপে বাঁধল বিপত্তি। উদ্বোধনের আগেই দাউদাউ করে জ্বলে উঠল কালীপুজোর মণ্ডপ। পূর্ব মেদিনীপুর জেলায় যে মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই মণ্ডপ উদ্বোধনের কথা ছিল।

পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর মণ্ডপ আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। শনিবার মণ্ডপ উদ্বোধনের জন্য ক্লাব কর্তাদের সময় দিয়েছিলেন দিলীপ। কিন্তু তাঁর আগেই বৃহস্পতিবার রাতে আগুন লাগে মণ্ডপে। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের অভিযোগ, কিছু দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে মণ্ডেপ আগুন লাগিয়ে দেয়। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখনও স্পষ্ট নয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, শনিবার উদ্বোধন হওয়ার কথা থাকায় মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু লাইট লাগানোর কাজ বাকি ছিল। তার আগের এই ঘটনা। কিন্তু হাল ছাড়তে নারাজ উদ্যোক্তারা। ফের যুদ্ধকালীন তৎপরতায় নতুন করে শুরু হয়েছে মণ্ডপ তৈরির করার কাজ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, পাশাপাশি কালীপুজোর মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগুন কি করে লাগলো সেটা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

Free Access

Related Articles