শিলিগুড়িতে বজ্রঘাতে মৃত্যু বিএসএফ জাওয়ানের, শোকের ছায়া এলাকায়
BSF jawan dies in lightning strike in Siliguri, mourning in the area

Truth Of Bengal: বজ্রঘাতে মৃত্যু এক বিএসএফ জাওয়ানের। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ফাঁসিদেওয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত বিএসএফ জাওয়ানের নাম দিপক কুমার (৪২)। তিনি বিহারের ঝাঁঝা থানা এলাকার বাসিন্দা ছিলেন। বিএসএফের ১৮ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, প্রত্যেকদিনের মত বুধবার রাতেও ভারত বাংলাদেশ সীমান্তের ফাঁসিদেওয়া এলাকায় টহলদারি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। ঠিক সেই সময় গভীর রাতে শুরু হয় বৃষ্টিপাত। এবং সেই সময় বজ্রঘাতে মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ানের। এই দেখে অন্যান্য জওয়ানরা ছুটে গিয়ে দেহটি উদ্ধার করে।
এরপর এই খবর দেওয়া হয় বিএসএফের উচ্চ আধিকারিকদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফের উচ্চপদস্থ আধিকারীকেরা। এরপর ওই ব্যক্তির মৃতদেহটি ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পড়েই ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।