রাজ্যের খবর

নকশালবাড়ি থেকে উদ্ধার ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ১

Brown sugar worth Rs 10 lakh recovered from Naxalbari, 1 arrested

Truth Of Bengal: মাদকমুক্ত দার্জিলিং জেলা করতে উদ্যোগ নিয়েছে দার্জিলিং জেলা পুলিশ। এবং যার কারণে একাধিক জায়গায় লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ।  সেই অভিজানে মিলছে একাধিক সাফল্য। ঠিক তেমনই গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ মন্ডল। সে মালদার কালিয়াচকের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ব্রাউন সুগার মালদার কালিয়াচক থেকে নকশালবাড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এবং মাদক উদ্ধারে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসেন নকশালবাড়ির অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ দাস। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়া দেখছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Related Articles