রাজ্য বনাম কেন্দ্র, ‘পশ্চিমবঙ্গকে বদনাম করতে ষড়যন্ত্র’
Bratya Bose On Corruption Allegations of Mid Day Meal

The Truth Of Bengal: পশ্চিমবঙ্গে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ করে সংসদে সিবিআই তদন্তের সুপারিশের কথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।এবিষয়ে মঙ্গলবার বিধানসভায় জবাব দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেন, মিড ডে মিলের বন্টন ও খাদ্যের গুণাগুণে এই রাজ্য এগিয়ে থাকলেও বাংলার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এরপাশাপাশি কেন্দ্রীয় নীতির সমালোচনা করেন ফিরহাদ হাকিমও। কেন্দ্রের ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম শীর্ষক বিলকে তিনি বিপদজনক বলে উল্লেখ করেন।
বাংলার বদনাম করতে কেন্দ্রের সরকার,নানা চক্রান্ত করছে। মিডডেমিলে বেনিয়মের শোরগোল তুলে এই রাজ্য সম্পর্কে অপবাদ দেওয়া হচ্ছে।বিধানসভা থেকে এবার কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।সাংবিধানিক স্তরে শিক্ষা যুগ্ম তালিকায় রয়েছে।কেন্দ্র অর্থ বন্টনে গড়িমসি করলেও রাজ্যসাধ্যমতো মিডডেমিল প্রকল্পকে জোরদার করেছে।এবছরই খাদ্য তালিকায় পুষ্টিযুক্ত খাবারের সংযোজন ঘটানো হয়েছে।ডিম ,মুরগির মাংসাও ফল দেওয়ার ব্যবস্থা হয়।
রাজ্য বিজেপির চাপে কেন্দ্র সিবিআই তদন্ত করলেও বাংলার স্বচ্ছ মিডডেমিল বন্টনের কাজ চলবে।সেই তদন্ত নিয়ে রাজ্য কোনও রকম ভাবছে না।
রাজ্য বিধানসভায় বিরোধীরা বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন।সেই অভিযোগ খণ্ডন করছে কেন্দ্রের রিপোর্টই।এনসিআরবি-র প্রতিবেদনকে সামনে রেখে রাজ্যের মন্ত্রীরা বিজেপিকে বেঁধেন।একই সঙ্গে রাজ্যের পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তোপও দাগেন কেন্দ্রকে।ফিরহাদের মন্তব্য, দেশে কেন্দ্রীয় সরকার যে গায়ের জোরে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কিত তিনটি নতুন বিল আনছে তা বিপদজনক।দেশে পুলিশি রাজ কায়েম করার অপচেষ্টা হচ্ছে বলেও সরব হন তিনি।
তাই কেন্দ্রীয় চাপিয়ে দেওয়া নীতি ও শিক্ষা –আইনশৃঙ্খলা সহ নানা বিষয়ে হস্তক্ষেপ কার্যতঃ কেন্দ্র-রাজ্যের সংঘাত যে বাড়াবে তা মন্ত্রীদের কথাতেই পরিস্কার।তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিয়ে কেন্দ্রের সরকার,এক্তিয়ারের মধ্যে সহযোগিতামূলক ভূমিকা পালন করুক,সেটাই চায় রাজ্যের শিক্ষামহলের একাংশ।
Free Access