দু’টি কিডনি-ই বিকল, প্রতিস্থাপনের খরচ দেওয়ার অঙ্গীকার জেলাপরিষদ সদস্যার
Both kidneys are damaged, District Council member promises to pay for transplant costs

Truth Of Bengal: মানবিকতার নিদর্শন দেখালেন নদিয়া জেলার জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস। মরণাপন্ন রোগীর কিডনি প্রতিস্থাপনে অর্থ সাহায্যে এগিয়ে এলেন তিনি। চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য চাঁদুড়িয়ার বাসিন্দা প্রবীর বিশ্বাস পঞ্চায়েত কর্মী।
গত আড়াই বছর আগে তার কিডনি খারাপ হয়ে যায়। সেই সময় তার মা একটি কিডনি তাঁকে দেন। বর্তমানে সেই কিডনি ও অপর কিডনিটিও খারাপ হয়ে গেছে। গুরুতর অসুস্থ হয়ে গিয়েছেন তিনি। কোন রকমে ডায়ালিসিসের ওপর বেঁচে আছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা বলেছেন কিডনি না বদলালে বাঁচানো সম্ভব হবে না।
প্রবীরবাবুর স্ত্রী পরিণিতা বিশ্বাস তার একটি কিডনি দিতে চান স্বামীকে বাঁচাতে। কিন্তু কিডনি বদলাতে ১২ থেকে ১৪ লক্ষ টাকা খরচ। এত টাকা জোগাড় করার ক্ষমতা প্রবীরবাবুর পরিবারের নেই। একথা শুনে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত কর্মীরা তাদের একদিনের বেতন দিয়ে সাহায্যে এগিয়ে এসেছেন। বাকি পাঁচ লক্ষ টাকা সাহায্য দেবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস।
তার এই মানবিকতায় খুশি প্রবীরবাবুর পরিবার এবং এলাকাবাসী। সকলেই এগিয়ে এসেছেন পঞ্চায়েত কর্মী প্রবীর বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াতে। প্রবীর বিশ্বাসের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস। চিকিৎসা সম্পর্কিত বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরিবারের এই দুরবস্থায় সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দেন। তার চিকিৎসার খরচ বাবদ সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তিনি। এই জনপ্রতিনিধির মানবিকরূপে খুশি এলাকার বাসিন্দারাও।