কাঁচড়াপাড়ায় বোমাবাজি, ঘটনায় আহত ২
Bombing in Kanchrapara, 2 injured in the incident

The Truth of Bengal : কাঁচড়াপাড়ার সুবোধ রায় সরনিতে ব্যবসায়ী গোডাউন লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি, আহত দুই কর্মী। এক লোহা লক্কর ব্যবসায়ীর গোডাউন লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি। ঘটনায় আহত ব্যবসায়ীর গোডাউনের দুই কর্মী সংকটজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার বেলায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণি এলাকায়।
অভিযোগ, টোটোতে চেপে দুষ্কৃতীরা এসে ব্যবসায়ী মধু রায়ের গোডাউন করে বোমাবাজি করে চম্পট দেয়। প্রকাশ্য দিবালোকে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত সুবোধ রায় সরণির বাসিন্দারা। গোডাউন মালিকের মেয়ে অনিতা কৈরী জানান, এদিন বেলায় ক্যান্সারে আক্রান্ত মা-কে বাড়ির গেটের সামনে বসিয়ে ওষুধ খাওয়াচ্ছিলাম। একটা আওয়াজ হতেই মাকে নিয়ে ঘরে ঢুকে পড়ি।
পরপর তিনটি বোমা ফাটার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। গোডাউনে কাজ করা দুই কর্মী বোমার ঘায়ে আহত হয়েছে। ঘটনার পর বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটা তাজা বোমা উদ্ধার করেছে। তবে কি কারনে, বোমাবাজি করলো, তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ।
FREE ACCESS