রাজ্যের খবর
বীরভূমে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়, উপস্থিত বোমা স্কোয়াড
Bomb squad present in Chanchalya area in case of bomb recovery in Birbhum

The Truth Of Bengal: পুলিশের জয়জয়কার এবার বীরভূমে। বীরভূম জেলায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করতে উপস্থিত বোমা স্কোয়াড।
সুত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের গোপালপুর মোড় থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে। মূলত পুকুর পাড় জঙ্গলের মধ্যে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বোমা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ বোমা স্কোয়াডে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা স্কোয়াড। গোপালপুরে পৌঁছেই প্রথমে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে বোমা স্কোয়াডের টিম। তবে কে এইভাবে এত বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS