
The Truth of Bengal: হুগলি লোকসভা কেন্দ্রের পুরশুড়ায় বোমা উদ্ধার। পুরশুড়ার ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে গণ্ডগোল হলে সেখানে যায় পুলিশ। সেই সময় সেখান থেকে উদ্ধার হল দুটি বোমা। বোমা নিয়ে যাওয়ার অভিযোগে ইতিমধ্যেই এক জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, বহিরাগত বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বোমা নিয়ে এসেছিল। তৃণমূল সমর্থকের বাড়ির সামনে বোমাবাজি করার সময় স্থানীয়রা এক বিজেপি কর্মীকে ধরে ফেলে। পরে পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করেছে। আটক বিজেপি কর্মীর নাম সুরজিৎ পাত্র। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
হুগলি জেলার তিন কেন্দ্র আরামবাগ, হুগলি ও শ্রীরামপুরের ভোট চলছে পঞ্চম দফায়। এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটতে থাকে। অনেক জায়গায় ইভিএম খারাপ হয়ে পড়ায় ভোটগ্রহণে সমস্যা। ধনেখালিতে তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।