রাজ্যের খবর
ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার! ভয়ে কাঁটা এলাকাবাসী
Bomb recovered in Murshidabad again! Residents are afraid

The Truth Of Bengal : বঙ্গে চলছে নির্বাচন। এই আবহে ফের বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের নওদাপাড়া এলাকার একটি বাগানে।
আবারও ভোটের আর মাত্র দু’দিন বাকি তার আগেই ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল থানার ৮ নম্বর রায়পুর অঞ্চলের। গতকাল রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিন জায়গা থেকে বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও বোমগুলি ঘিরে রেখেছে পুলিশ। বোম ডিস্কপোজার ইউনিটকে খবর দেয়া হলে বোম গুলির নিষ্ক্রিয় করা হবে বলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবে লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কদিন বাকি তার আগেই এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।