লাগাতার পুলিশ অভিযানের জেরে একাধিক জেলায় উদ্ধার বোমা
Election Violence in West Bengal

The Truth of Bengal: পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করতে গোটা রাজ্যজুড়ে লাগাতার অভিযান জারি পুলিশের। উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বোমা। ভোটে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা নানা জায়গায় মজুত করছে বোমা। ভোটের আগে সেই দুষ্কৃতীদের বাগে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। রাজনৈতিক রং না দেখে পদক্ষেপ করছে পুলিশ। সোমবার রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। আবার বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। অন্য রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের দিকে নজর যেমন রাখছে, তেমনই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আর বেশি সতর্ক থাকছে পুলিশ।
ভোটের আর মাত্র পাঁচদিন বাকি। তার আগে সোমবার রাজ্যের একাধিক জেলায় উদ্ধার হয় বোমা ও আগ্নেয়াস্ত্র। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে ফেটে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া এলাকায়। সেখানে বোমা বাঁধার কাজ করছিল কিছু দুষ্কৃতী। সেই সময় বিস্ফোরণ হলে পরিতোষ মণ্ডল নামে এক যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত হয়েছেন আরও এক যুবক। এই জেলার ব্যারাকপুরের আমডাঙার শিউলি পঞ্চায়েত এলাকায় বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাতে বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। রাতে কেউ ভয়ে বের হতে না পারলেও সকালে স্থানীয়রা কাজে বের হতে গিয়ে দেখেন একটি তাজা বোমা পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ভোটের আগে অশান্তি ছড়ানোর জন্যই বোমাবাজি বলে দাবি এলাকার লোকজনের।
অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরে একটি স্কুলের ছাদ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা। আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরের ছাদ থেকে উদ্ধার হয় বোমাগুলি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালে শিক্ষকরা স্কুল খোলার পর দেখতে পান ছাদে বোমার মতো কোনও কিছু রাখা আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। দ্রুত পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্কুল চত্বরে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত পড়ুয়া-সহ শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবকরা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কল্লা এলাকায় পুলিশি হানায় উদ্ধার হয়েছে বোমা সহ বোমা তৈরির প্রচুর মশলা। এই ঘটনায় আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এক নির্দল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব তৃণমূল। বার সিপিএম অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। মনোনয়ন পর্বের প্রথম থেকেই অশান্তির শিরোনামে মুর্শিদাবাদের ডোমকল। এলাকার মধুরকুল পঞ্চায়েতের মুরারিপুর এলাকায় বোমা বাঁধার কাজ করছিল বেশ কিছু দুষ্কৃতী। জানতে পেরে কিছু তৃণমূল সমর্থক চারিদিক ঘিরে ফেলেন। তৈরি বোমা সহ সরঞ্জাম ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হলে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে, পুরুলিয়ার বাঘমুণ্ডির কালিমাটিতে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী জনসভার আগে রবিবার রাতে সভাস্থল থেকে উদ্ধার হয় একটি ধারালো তরোয়াল। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়।