রাজ্যের খবর

কবিগুরুর স্মৃতিবিজড়িত ছাপাখানা বন্ধ, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষোভ বিশ্বভারতীতে

Bolpur Centuries-old printing press

The Truth of Bengal: শান্তিনিকেতন এখন ওয়ার্ল্ড হেরিটেজ। রবিতীর্থকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। সেই শান্তিনিকেতনে গত পাঁচ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে শতাব্দীপ্রাচীন ছাপাখানা। বিশ্বকবির শান্তিনিকেতন হেরিটেজ স্বীকৃতি পেলেও বিলুপ্ত কবিগুরুর লিঙ্কন প্রেস। রবিঠাকুরের ছাপাখানা বন্ধ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিশ্বভারতীর ভূমিকায় ছড়াচ্ছে ক্ষোভ। এই প্রেসের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ১৯১৭ সালের ৮ জানুয়ারি আমেরিকার নেব্রাস্কা স্টেটের লিঙ্কন শহরে অলিভার থিয়েটারে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছিলেন।

সেখানে লিঙ্কনের বাসিন্দারা রবীন্দ্রনাথকে একটি মুদ্রণযন্ত্র উপহার দেন। নাম ‘দ্য লিঙ্কন প্রেস’। উপহারটি মূলত ছিল শান্তিনিকেতনের ছাত্রদের জন্য। শান্তিনিকেতন সেই মুদ্রন যন্ত্র স্থাপন হওয়ার প প্রথম বই হিসেবে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের গানের সংকলন গীত-পঞ্চাশিকা। এছাড়া আরও অনেক ইতিহস জড়িয়ে আছে এই ছাপাখানার সঙ্গে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা দফতর সাতটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের নিজেদের প্রেস বা ছাপাখানা বন্ধ করতে হবে।

তাই শতাব্দী প্রাচীন বিশ্বভারতীর প্রেসও বন্ধ হয়। যা নিয়ে ছড়াচ্ছে ক্ষোভ। দাবি উঠছে ছাপাখানাটি আবার খোলা হোক। বিশ্বভারতী একটি নোটিশ জারি করে জানায়, গ্রন্থন বিভাগের ডিরেক্টরকে চেয়ারপার্সন করে ১০ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। ছাপাখানা নিয়ে বৈঠক ডাকা হয়েছে। যন্ত্রপাতি এবং বাড়িটি নিয়ে কী করা হবে, তা ওই বৈঠকে ঠিক হবে। তবে যে ভাবে কবিগুরুর স্মৃতিবিজড়িত ছাপাখানাটি বন্ধ হয়ে গিয়েছে তা বিশ্বভারতীর গৌরবের জন্য মানানসই নয়।

Related Articles