পৌষমেলা করার দাবিতে শান্তিনিকেতনে বিক্ষোভ! ভাঙা হল গেটের তালা
Bolpur Business Association Protest for Poushmela

The Truth of Bengal: পৌষমেলা করার দাবিতে শান্তিনিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর গেটের তালা ভেঙে জোর করে প্রবেশ করলেন বোলপুর ব্যবসায়ী সমিতি। কবিগুরু হস্তশিল্প মার্কেট ও তার সঙ্গেই স্থানীয় মানুষজন। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা হবে না এমনই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের তরফে।
তারপর থেকেই ক্ষুব্ধ ছিলেন পুরের ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার গেটের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছিল। তাদের তরফে রেজিস্টারের সঙ্গে কথা বলার বিষয়ে বলা হয়। কিন্তু তারপরও গেট না খোলার পরই গেটের তালা ভেঙে প্রবেশ করলেন পৌষ মেলা বাঁচাও কমিটির সকল সদস্য।
প্রসঙ্গত, প্রথমে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে এবার পৌষমেলা হবে বলে জানিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তারপরেই পৌষমেলা ঘিরে জটিলতা তৈরি হয়। ফলে এবারও শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষমেলা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অবশেষে ধোঁয়াশা কাটিয়ে সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট স্পষ্ট করে দিল এবারও পৌষমেলা হবে না।
Free Access