রায়দিঘিতে উদ্ধার গলাকাটা দেহ, চাঞ্চল্য এলাকায়
Body with slit throat recovered in Raidighi, sensational area

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে উদ্ধার এক যুবকের গলাকাটা দেহ। যুবকেরই আত্মীয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে দেহ। এটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা অন্তর্গত সিংহের চক বকুলতলা এলাকায় ভোররাতে ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর ওই ব্যক্তির নাম দিলীপ নাইয়া, বয়স ৪৩। তিনি বকুলতলা গ্রামের বাসিন্দা। দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার।
দিলীপ কলকাতায় গাড়ি চালাতেন বলে জানিয়েছেন স্থানীয় মানুষরা। প্রায় মাস দুয়েক পর ভাই ফোঁটার দিন রবিবার বিকালে তিনি বাড়িতে ফিরেছিলেন। আর তার পর তার এই চরম পরিণতি ভাবিয়ে তুলছে তাঁদের। স্থানীয়রা আরও জানান যে, দিলীপের বছর দশেক আগে বিয়ে হয়েছিল তবে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বাড়িতে তাঁর আট বছরের এক সন্তান ও বৃদ্ধ বাবা মা রয়েছে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন রায়দিঘি থানার পুলিশ। ঠিক কী কারণে খুন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা সবটা খতিয়ে দেখছে রায়দিঘি থানার পুলি। দিলীপের সঙ্গে কারোর কোন সমস্যা বা বিবাদ ছিল কিনা তা জানার চেষ্টায় রয়েছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর দিলীপের দেহের পাশে একটি একটি লেডিস সাইকেল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, মৃতের ওপর অন্য কোথাও হামলা করা হয়েছে, তারপর প্রাণ বাঁচানোর আশা নিয়ে কোন রকমে আত্মীয়ের বাড়ির সামনে আসার চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।