রাজ্যের খবর

লটারি জেতার পর জল থেকে উদ্ধার মৃতদেহ

Dead body recovered

The Truth of Bengal: গতকাল লটারিতে টাকা পাওয়ার পরেই আজ হাঁটু সমান জল থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য , অভিযোগ দায়ের থানায় জানা যায় শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবড়া শসান এলাকায়, মৃত যুবকের নাম কৃষ্ণ পদ দাস বয়স 29 বাড়ি হাবড়া থানার অন্তর্গত ইতনা কলোনি এলাকায়। প্রত্যেকদিন সকালের মতো আজ সকালেও সে বাড়ি থেকে বের হয় কাজে যাওয়ার উদ্দেশ্যে, তবে সকাল সাড়ে আটটা নাগাদ পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে ফোন যায় তার মৃতদেহ পড়ে রয়েছে জলে।

সাথে সাথে উদ্ধার করে স্থানীয়রা হাবরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনের অভিযোগ গতকালই লটারিতে 45 হাজার টাকা পেয়েছিল কৃষ্ণ। সেই কারণেই তাকে খুন করে থাকতে পারে বলে অনুমান পরিবারের লোকজনের । আরো অভিযোগ পরিবারের লোকজনের কৃষ্ণপদ দাসের পকেটে থাকা মোবাইল এবং মানিব্যাগ কোনটাই পাওয়া যায়নি কেউ সেগুলো নিয়ে গিয়েছে ।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাবরা থানায় অভিযোগ দায়ের করেছে কৃষ্ণপদ দাসের পরিবার । বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাবরা সোনার পুলিশ। পাশাপাশি হাবরা থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে দেহটিকে ময়নতন্ত্রের উদ্দেশ্যে বারাসাত মহকুমা  হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles