রাজ্যের খবর
ব্রিজের ধার থেকে উদ্ধার এক ব্যাক্তির দেহ, চাঞ্চল্য এলাকায়
Body of a man recovered from the edge of a bridge, in a sensitive area

Truth Of Bengal: ব্রিজের ধার থেকে উদ্ধার হল এক ব্যাক্তির দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে, বীরভূমের মহম্মদবাজারে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সেকেড্ডা এলাকার বাসিন্দা ওই ব্যাক্তি। তিনি একজন বাস কর্মী হিসাবে কাজ করতেন। কিন্তু আচমকাই শুক্রবার সকালে স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পরে থাকতে দেখতে পান। সেই দেখে তারা সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। প্রাথমিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় সাইকেল সহ ব্রীজের নিচে পড়ে যায় ওই ব্যক্তি। সেই আঘাতের জেরে মাথায় আঘাত পায় তিনি। সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন পুলিশ আধিকারিকেরা। এরপর তারা ওই ব্যক্তির দেহকে ময়না তদন্তের জন্য সিউড়ী হাসপাতালে পাঠায় বলে এমনটাই খবর মিলেছে।