রাজ্যের খবর

সিলিং ফ্যানে ঝুলছে দেহ! খুন নাকি আত্মহত্যা?

Body hanging on the ceiling fan! Murder or suicide?

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : অবসরপ্রাপ্ত এক বৃদ্ধর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুর চৌগাছা পাড়া এলাকায়।

জানা যায় মৃতের নাম অলোক সাহা, বাড়ি নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়া এলাকায়। বয়স ৭২ বছর। পরিবারের দাবি শনিবার সকাল আটটা নাগাদ ওই বৃদ্ধকে দোতলার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তারা, এরপর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, বৃদ্ধর দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের দাবি ওই বৃদ্ধ সেন্ট্রাল গভমেন্টের চাকরি করতো, বর্তমানে এখন অবসরপ্রাপ্ত, কিন্তু কি কারনে এই বয়সে আত্মহত্যার রাস্তা বেছে নিল তা অজানা পরিবারের কাছে। অন্যদিকে মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে ওই বৃদ্ধর মৃত্যুর কারণ জানা সম্ভব। যদিও এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।

Related Articles