
The Truth of Bengal: বাঁকুড়ার ইন্দ্পুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহ একাধিক আঘাতের দাগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুন করা হয় ওই যুবককে। পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ইঁদপুর থানার জিয়ড়দা গ্রামে। পেশায় মোটরবাইক মেকানিক মৃতের নাম রাজকিশোর সিংহ, বয়স চল্লিশ, বাড়ি জিয়ড়দা গ্রামে। গতকাল বিকেলের পর জিওড়দা-রহড়াডাঙ্গা গ্রামে জমির পথে যাতায়াতের রাস্তার ওপর জমির পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে ইন্দপুর থানায় খবর দেয়। বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে।
ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে জিয়ড়দা গ্রামের মহিলা সহ বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং মৃতদেহ তুলতে বাধা দেয়। অবিলম্বে পুলিশ কুকুর এনে তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবী জানান বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত রাজকিশোর সিংহের সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন চারদিক খোঁজাখুঁজি শুরু করলে এদিন বিকেলের পর স্থানীয় বাসিন্দারা জমিতে রাজকিশোরের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান।
বাসিন্দাদের দাবি, রাজকিশোর কে কেউ বা কারা খুন করে সম্পূর্ণ নগ্ন অবস্থায় জমিতে ফেলে দিয়ে গেছে। সারা শরীরে ক্ষতের চিহ্ন। অবিলম্বে পুলিশ কুকুর এনে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কুকুর না আসা পর্যন্ত দেহ উদ্ধার করতে দেবেননা বলে বাসিন্দারা জানান। তবে ঘটনাস্থল ঘিরে রেখেছে ইন্দপুর থানার পুলিশ। অবশেষে রাত নটার পর পুলিশের আশ্বাসেই মৃতদেহ তুলতে দেন গ্রামবাসীরা। পরে পুলিশ মৃতদেহ সংগ্রহ করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দপুর থানার পুলিশ।