রাজ্যের খবর

শালবনী টোটো ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির

Blood donation camp organized by Shalbani Toto Union

The Truth Of Bengal :  পশ্চিম মেদিনীপুর :-  শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, শালবনী টোটো ইউনিয়নের (INTTUC) উদ্যোগে, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে, শালবনীতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

উক্ত রক্তদান শিবির এ ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ মহাশয়, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো মহাশয়, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ মহাশয়, ব্লক নেতৃত্ব প্রশান্ত সানি, শালবনি ৩ নং অঞ্চলের প্রধান শক্তি রাণী মহাশয়া ও অন্যান্য নেতৃত্ব বর্গরা।

Related Articles