রাজ্যের খবর
Trending

WB Lok Sabha Election 2024: ইভিএমে বিজেপির ট্যাগ! কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের

BJP's tag in the EVM! Trinamool demands strict action

The Truth Of Bengal: ইভিএমে বিজেপির ট্যাগ! ছবি পোস্ট করে এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পুরুলিয়ার রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে। সিল করা ইভিএম-এ কী করে বিজেপির নাম লেখা থাকতে পারে–  এই প্রশ্ন তুলেছে তৃণমূল।

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৮ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম লোকসভা আসনে। রাজ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তি মাঝে চলছে ভোটগ্রহণ। বেশ কিছু বুথে এদিনও সকাল থেকে ইভিএম নিয়ে অভিযোগ আসতে থাকে। কিছু বুথে এজেন্ট বসানো নিয়েও অশান্তি হয়।

অভিযোগ বাঁকুড়া ৫৬,৫৮,৬০,৬১,৬২ নম্বর বুথে 5টি ইভিএম শুধুমাত্র বিজেপির ট্যাগ ছিল।এই অভিযোগ পেয়ে কমিশন রিপোর্ট চায়।প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে কমিশনে। রিপোর্টে উল্লেখ যে কমিশনিং এর সময় অর্থাৎ মক পোলের সময় শুধুমাত্র একজন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকায় সে অ্যাড্রেস ট্যাগ এ সই করে।পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।

ইভিএমে ঝুলছে বিজেপির নামাঙ্কিত ট্যাগ! একটি নয়, দু’টি নয় — পাঁচ-পাঁচটি ইভিএমে ঝোলানো রয়েছে সেই ট্যাগ! বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রঘুনাথপুরের ভামুরিয়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ ও ৬২ নম্বর বুথের ঘটনায় আমরা স্তম্ভিত! কমিশনে এই মতামত দিয়ে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, এর অর্থ এমন নয় তো যে, যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়বে বিজেপিরই পক্ষে?
অভিযোগ বাঁকুড়ার ৫৬,৫৮,৬০,৬১,৬২ নম্বর বুথে ৫টি ইভিএম শুধুমাত্র বিজেপির ট্যাগ ছিল।এই অভিযোগ পেয়ে কমিশন রিপোর্ট চায়। প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে কমিশনে। রিপোর্টে উল্লেখ যে কমিশনিংয়ের সময় শুধুমাত্র একজন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকায় সে অ্যাড্রেস ট্যাগে সই করে। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।

Related Articles