রাজ্যের খবর

গণ অবস্থানে উঠল ফাঁসির দাবি, বাংলাকে বদনামের বিরুদ্ধে গর্জন তৃণাঙ্কুর ভট্টাচার্য, সভাপতি, টিএমসিপি

BJP's politics of defaming Bengal

Truth of Bengal: আরজি করে তরুণী চিকিত্সকের  নির্যাতনকারীর ফাঁসির দাবিতে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলেজের গেটে গেটে অবস্থান কর্মসূচিতে সামিল হন টিএমসিপি  সংগঠনের সদস্যরা। একইসঙ্গে আন্দোলনকারীরা বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান গণঅবস্থান থেকে।

আরজি করের তরুণী চিকিত্সকের নির্যাতনকারীর ফাঁসি চাই, এই দাবিতে গণআন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে চলে গণঅবস্থান। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি থেকে বাংলাকে বদনাম করার বিরুদ্ধে স্বরগরম করে পড়ুয়াসমাজ।

গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মূল কথা, ধর্ষণের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়ন করতে হবে, ধর্ষককে ফাঁসি দিতে হবে। একইসঙ্গে মূল ঘটনা থেকে নজর ঘোরানো গেরুয়া রাজনীতির বিরুদ্ধেও সোচ্চার হন ছাত্র-যুবরা। কলকাতার মতোই জেলার কলেজগুলোতে জোরদার করা হয় নারী সুরক্ষার দাবি। গণসংগঠনের তরফ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ওঠে। টিএমসিপির পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীরা আন্দোলনের ঝাঁজ বাড়ানোর কথা ঘোষণা করেন।

Related Articles