রাজ্যের খবর

হুগলিতে বিজেপির প্রতিবাদ মিছিল, পুলিশের বাধায় উত্তপ্ত পরিস্থিতি

BJP protest march in Hooghly, situation heated due to police obstruction

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: হুগলিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে। জেলা সদর চুঁচুড়ার তিন নম্বর গেট এলাকায় অবস্থিত বিজেপি অফিস থেকে একটি বিশাল মিছিল শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

মিছিল ঘড়ির মোড়ে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এরপরই শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন আগেই সতর্কতা গ্রহণ করেছিল এবং মোতায়েন করেছিল বিপুল পুলিশ বাহিনী, র‍্যাফ ও স্ট্রাইক ফোর্স।

দুটি ব্যারিকেড ভেঙে মিছিল ডিএম অফিসের দিকে এগিয়ে গেলে, তৃতীয় ব্যারিকেডে পুলিশ কার্যত রুখে দাঁড়ায়। পুলিশের বাধায় বিজেপি নেতৃত্ব ঘোষণা করেন, তাঁরা আর ডেপুটেশন দেবেন না। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার রাজ্যের বিভিন্ন অশান্তি, বিশেষ করে টেট দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।

পাশাপাশি হুগলির জেলা শাসককে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন। তিনি জানান, এই ধরনের আন্দোলন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে। শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা কোনো ডেপুটেশন না দিয়েই এলাকা ছাড়েন, কার্যত কর্মসূচির ইতি ঘটে রণে ভঙ্গ দিয়ে।

Related Articles