শিলিগুড়িতে বিজেপির সদস্য অভিযান কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ
BJP leader Dilip Ghosh present at BJP member campaign program in Siliguri

Truth Of Bengal: শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের নির্মল জোত এলাকায় বিজেপির সদস্য অভিযান কর্মসূচি হল। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কিষান মোর্চার সাধারণ সম্পাদক অনিল ঘোষ সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা।
এরপর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনি আসামে যান বিহারে যান সব জায়গায় দেখবেন সকলে ডাল পাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য ডালের টাকা দেওয়া হয়েছে। তবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই ডালের টাকা খেয়ে নিয়েছে। সে এখন জেলের ভাত খাচ্ছে।
আমাদের যে ডালের টাকা খাবে সে জেলের ভাতও খাবে। মোদিজীর নাম ভাঙ্গিয়ে দিদি খাচ্ছে ওই মালটা খেয়ে নিচ্ছে রেশন পর্যন্ত খেয়ে নিচ্ছে। এরপর তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান ভারত বাংলা সীমান্তের ফাঁসি দেওয়া ব্লকের লাল দাস এলাকায়। সেখানে তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এর পাশাপাশি বিএসএফের আধিকারিক এর সঙ্গেও কথা বলেন।