রাজ্যের খবর

Bishnupur: ৬ লাখ টাকার অস্ত্রোপচার বিনামূল্যে! অসহায় মহিলার হাঁটুর প্রতিস্থাপন করলো বিষ্ণুপুর হাসপাতাল

এই ঘটনা জেলা হাসপাতালের বুকে এক বিরলতম ঘটনা।

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: ঠিক যেন নতুন জীবন ফিরে পেলেন বিষ্ণুপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা বছর পঞ্চান্নের উর্মিলা দে। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। ধনুকের মতো বেঁকে গিয়েছিল তার বাঁ পা। অসহায় পরিবার বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। কিছুতেই সমস্যার সমাধান হয়নি। সকলেই বলেছে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার করতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচা। সেটাকে জোগাড় দেয়ার মত ক্ষমতা তাদের নেই। অবশেষে বিষ্ণুপুর হাসপাতালে আউটডোরে চিকিৎসা শুরু হয় গত বছর।

ডক্টর সমীর জানার কাছে যখন ওই রোগী আসে তখন ডাক্তারবাবু ধীরে ধীরে চিকিৎসার পর জানান অস্ত্রোপচার করতে হবে। বিষয়টি জানানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালের CMOH এবং সুপার এর কাছে। তাদের সহযোগিতায় এই বিরল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ডক্টর সমীর জানা। এই ঘটনা জেলা হাসপাতালের বুকে এক বিরলতম ঘটনা। সাহসের সাথে সেই অস্ত্রোপচার করে সাফল্য পায় ডাক্তার বাবুরা। এতে করে ব্যাপক খুশি রোগী ও রোগীর আত্মীয়রা। তারা জানাচ্ছে যেখানে বাইরে চিকিৎসা করতে পার ছ লাখ টাকা খরচা হতো সেখানে বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হ তাদের। অসংখ্য ধন্যবাদ জানিয়েছে রোগীর আত্মীয়রা বিষ্ণুপুর জেলা হাসপাতালের ডাক্তার ও সুপার দের।

Related Articles