
The Truth of Bengal: লক্ষ্য শুধুমাত্র দলকে জিতিয়ে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা। এখনও বীরভূম সহ কোনও লোকসভা কেন্দ্রেই কে প্রার্থী হবে তা চুড়ান্ত হয়নি, তারপরেও বিভিন্ন পৌর এলাকা ও পঞ্চায়েত এলাকায় পর্যবেক্ষণে নেমেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মূলত কোথাও কোনরকম কাজে খামতি রয়েছে কিনা তা দেখার পাশাপাশি আসন্ন নির্বাচনে কর্মীরা যাতে সর্বশক্তি দিয়ে নেমে পড়েন সেই উদ্যোগেই পর্যবেক্ষণে এসেছে বীরভূমের সাংসদ।
শুক্রবার শতাব্দী রায় আসেন সিউড়ি পৌরসভায় এবং সেখানে কাউন্সিলর সহ অন্যান্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তিনি তাঁদের থেকে জানতে চান কোথাও কাজে কোন রকম খামতি রয়েছে কিনা অথবা অসুবিধা রয়েছে কিনা।
দীর্ঘক্ষণ বৈঠক করার পর আগামী লোকসভা নির্বাচনে যাতে সবাই তাকে জয়যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েন সেই বিষয়ে কথা বলেন। যদিও বীরভূম লোকসভা কেন্দ্রে আগামী দিনে কে তৃণমূলের প্রার্থী হবেন তা এখনো ঠিক হয়নি। তবে প্রার্থী ঠিক না হলেও ইতিমধ্যেই শতাব্দী রায় নেমে পড়েছেন তৃণমূলকে জেতানোর জন্য।
Free Access