বীরভূম জেলা তথ্য ও আধিকারিক দপ্তরের পক্ষ থেকে পালন করা হল কবিগুরু স্মরণ
Birbhum district information and official office observed Kabiguru Samaran

The Truth Of Bengal,বীরভূম,পার্থ দাস: বীরভূম জেলা তথ্য অধিকারী দপ্তরের উদ্যোগে প্রতি বছর বাইশে শ্রাবণ পালন করা হয় সিউড়ির রবীন্দ্র সদন অনুষ্ঠান কক্ষে যেখানে প্রতি বছর কবিগুরুর স্মরণে বিভিন্ন সিউড়ির নৃত্যশিল্পী থেকে সঙ্গীতশিল্পীরা উদ্যোগ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করে থাকেন।
তথ্য অধিকারীর দপ্তরের সহযোগিতায় এবারও সেই কবিগুরুর স্মরণে বিভিন্ন নাচ গান সহ কবিগুরুর জীবন কাহিনী তুলে ধরেন এই দিন এই কর্মসূচিতে বিশেষ অতিথি সু উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় যেখানে সেদিন রবীন্দ্রসদনের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং অনুষ্ঠান মঞ্চেও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পর জেলাশাসক বিধান রায় পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে মুগ্ধ করে তোলেন আগত সংগীত শিল্পী থেকে শুরু করে দর্শকদের এছাড়াও সিউড়ি দু’নম্বর ব্লকের ভিডিও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি সংগীত পরিবেশন করেন।
প্রতিটি সংগীত শিল্পীদের একটি করে গাছের চারা সহ উত্তরীয় করে সম্মাননা জানানো হয় বীরভূম জেলা তথ্য অধিকার দপ্তরের পক্ষ থেকে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বিভিন্ন নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেছেন সিউড়ি শহরের। যেখানে জেলাশাসক সহ সিউড়ি সদর মহকুমা শাসক ও সিউড়ি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন।