রাজ্যের খবর

দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র বীরভূম, বোমার আঘাতে উড়ল পা

Birbhum becomes battlefield in clash between two groups, leg blown off by bomb

Truth of Bengal: বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তারপরই শুরু হয় বোমাবাজি। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভরদুপুরে একের পর এক বোমা ফাটতে থাকে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করে।

সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরীর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়। বালির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছিল। সেই বিবাদই এদিন ভয়ঙ্কর রূপ নেয়।

এই সংঘর্ষে ইতিমধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর পা উড়ে গেছে বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমাবাজির ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।

Related Articles