
The Truth of Bengal: এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি ব্রিজ এলাকায় রাত সাড়ে নয়টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক বাইক আরোহী আহত হয়েছেন।
জানা গেছে, রাত সাড়ে নয়টা নাগাদ গিলান্ডি ব্রিজের উপর এক বাইক আরোহীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাইকটিও রাস্তার ওপর পড়ে ছিল। এছাড়াও বাইকে থাকা বেশ কিছু ঘি এর কৌটো ও একটি কম্বল রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।
স্থানীয় বাসিন্দারা ধূপগুড়ি দমকল ও ধূপগুড়ি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যাক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আহত ব্যাক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। তবে তিনি পায়ে আঘাত পেয়েছেন। তবে একা পড়ে গিয়েছেন নাকি কোনো গাড়ি ধাক্কা মেরেছে তা স্পষ্ট নয়।
আহত ব্যাক্তির আঘাত গুরুতর হওয়ায় রাতেই তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।