রাজ্যের খবর

দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে সজোরে ধাক্কা বাইকের, মৃত ৩

Bike hits parked tractor, 3 dead

Truth Of Bengal: ফের মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ের নিমন্ত্রণ দিয়ে বাইক নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্টি ব্রীজে। দুর্ঘটনায় মৃতরা হলেন, বিশ্বজিৎ কর্মকার, বয়স ২৫ বছর, ভোলা কর্মকার, বয়স ২৩ বছর এবং এনাফুল রহমান, বয়স ১৮ বছর।

এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক ও জামাইবাবু। এবং এনাফুল ভোলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

এদিন তারা তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নীর বিয়ের কার্ড দিয়ে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন। ফেরার সময় রতুয়ার নাকাটি ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে তাদের বাইক। যার জেরে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

পরে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসনের তরফে তদন্ত করা শুরু হয়েছে।

Related Articles