বড় পদক্ষেপ রাজ্য সরকারের! সরানো হল আরজি করের সমস্ত আধিকারিকদের
Big step of the state government! All RG Tax officials have been removed

Truth Of Bengal: আর জি কর হাসপাতালের সব আধিকারিককে সরানো হলো। সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। আর জি করের অব্যবস্থার অভিযোগ ছিল ডাক্তারি পড়ুয়াদের। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে সরানো হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হাসপাতালের সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও সরানো হয়েছে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কেও সরানো হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে খবর দেওয়ার অভিযোগ ছিল। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরী কেও সরানো হয়েছে।
নির্যাতিতার বাড়িতে ফোন করে আত্মহত্যার খবর প্রথম পাঠিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আরজিকরের
অ্যাসিস্ট্যান্ট সুপার এর বিরুদ্ধে খবর দেওয়ার অভিযোগ ছিল। আরজি করের চার শীর্ষ আধিকারিককে অপসারণ করা হয়েছে। আর জি করের সমস্ত আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো। আর জি করের সুপার বুলবুল মুখোপাধ্যায় কে সরানো হল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই অপসারণের কথা জানিয়েছেন।
আরজি করের চিকিত্সককে নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে পথে নামেন জুনিয়র চিকিত্সকরা।সিজিও থেকে স্বাস্থ্যভবন মিছিল করে যান তাঁরা। রাজপথে প্রতিবাদ-এ মিছিলের পাশাপাশি স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। তরুণী চিকিত্সকের অকালমৃত্যু প্রতিবাদের গর্জন বাড়িয়েছে।
দলমত নির্বিশেষে মানুষ স্বপ্নসন্ধানীর স্বপ্নকে হত্যার বিরুদ্ধে মুখর। যারা এই তরতাজা চিকিত্সকের প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকের ফাঁসি চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এখন সিবিআই রহস্যেমোড়া হত্যাকাণ্ডের কিনারা করতে যুদ্ধকালীন তত্পরতা বাড়িয়েছে। সুপ্রিমকোর্ট বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে। সিবিআইয়ের দফতরের সামনে হাজির জুনিয়র ডাক্তাররা তদন্তের গতিপ্রকৃতি জানতে সরব হন। উল্লেখ্য, বুধবারও এই সিজিওতে সন্দীপ ঘোষকে লাগাতার জেরা চালায় তদন্তকারীরা।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুরু থেকেই তিনি অভিযুক্তের ফাঁসির দাবি করে আসছেন। এই ঘটনায় রাজ্যের মানুষের পাশাপাশি প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনিও।