
The Truth of Bengal: চন্দননগর পৌর নিগম এলাকার পালপাড়া রোড সংলগ্ন এলাকায় বড়সড় ধসের ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয় পৌর নিগমের জনপ্রতিনিধি মোহিত নন্দী জানান, সুয়ারেজের কাজের ফলে এমন বিপত্তি ঘটেছে। তিনি বলেন, বাম জমানায় কে এম ডি এ সুয়ারেজের কাজ করার ফলে বড় বড় পাইপ বসানো হয়েছিল। পরে সঠিকভাবে ফিলিং করা হয়নি। ভেতরে জল লিক করে আস্তে আস্তে এমন বিপর্যয়।
মোহিত নন্দী আরও বলেন, মাঝেমধ্যেই এমন ধস নামে। পরে পৌরনিগম দ্রুততার সঙ্গে কাজ করে ফিলিং করে দেয়। আজও এই বিষয়টা পৌরনিগমকে জানিয়েছি। কার্যত একটু সময় লাগলেও পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই ধসের উৎপত্তিটা অনেক গভীরে। যাতে দ্রুত পুরাহা হয় সেই চেষ্টা পুর নিগমের পক্ষ থেকে করা হবে।