রাজ্যের খবর
Trending

Big Breaking:ভয়ংকর দুর্ঘটনা, অস্থায়ী সেতু ভেঙে ঢুকে গেল মিনিবাস

Big Breaking: Terrible accident, the minibus broke through the temporary bridge

The Truth Of Bengal: রানীগঞ্জে ধসে গেল অস্থায়ী সেতু। দুর্ঘটনাগ্রস্ত মিনি বাস। ঘটনাটি ঘটেছে  রানীগঞ্জের বল্লভপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।

উল্লেখ্য, এলাকাবাসীর কথায় উক্ত সেতুর নিচ দিয়ে রানীগঞ্জের বেশ কিছু এলাকার জল যায়। এবং সেতু দিয়ে বহু মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে বেহাল এই সেতু ও তার সংলগ্ন রাস্তা। বৃহস্পতিবার প্রবল বর্ষণের ফলে  সেতুর অবস্থা নড়বড়ে হয়ে যায়। শুক্রবার সকালে উক্ত সেতুর কাছে একটি বাসের কিছু অংশ মাটির ভিতরে ঢুকে যায়।

বাসে বিশেষ একটা যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে জানায় এলাকাবাসীরা।  স্থানীয়বাসিন্দাদের অভিযোগ  দীর্ঘদিন ধরে এই একই অবস্থায় রয়েছে। মাঝে খুব অল্প টাকায় মেরামত করে অনেক টাকা বিল পাস করিয়ে নেওয়া হয়েছে।ঘটনাটি ঘটার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়েছে। কিন্তু কি ভাবে ঘটনা ঘটল বা কি কাজ হয়েছিল এবং কেন এতদিন ধরে প্রশাসনের নজরে আসেনি টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Related Articles