রাজ্যের খবর

Big Breaking : হঠাৎ আকাশ থেকে পড়ল এক বস্তু, চক্ষু চড়কগাছ সকলের

Big Breaking: Suddenly an object fell from the sky, everyone's eyes widened

The Truth Of Bengal : আকাশ থেকে হঠাৎ পড়ল একটি অদ্ভুত ভারি বস্তু। কিন্তু কি এই বস্তু? আর হঠাৎ কোথা থেকে এল ? তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

জানা যায়, বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়া থানার বিভিন্ন জায়গায় আকাশ থেকে পড়ল এক বস্তুর টুকরো। ভেঙে গেল জাদুডাঙ্গা এলাকার এক ব্যক্তির বাড়ির ছাদ। বাড়ির মেঝে ফাটিয়ে বস্তু টির এক অংশ ঢুকে গেছে মাটির নিচে। শুধু এক জায়গায় নয়। উক্ত এলাকার এক মাঠে এবং ইকরা গ্রামের এক দোতলা বাড়িতেও পড়েছে বলে সূত্রের খবর। এলাকা বাসীর দাবি উক্ত এলাকায় রয়েছে প্রচুর কারখানা। সেখানে বিস্ফোরণের ফলে কোনো অংশ ভেঙে উড়ে এসে পড়েছে বিভিন্ন জায়গায়।

প্রথম অবস্থায় এলাকা বাসী মনে করেছিল হেলিকপ্টার বা প্লেনের কোন অংশ ভেঙে এসেছে। সকাল সাড়ে আট না ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশ্ন উঠেছে..যদি কোনো কারখানায় বিস্ফোরণের ফলে হয় তাহলে কারখানায় নিরাপত্তা কোথায় ? এলাকার মানুষের সুরক্ষা কোথায় ? কি ভাবে কারখানার বিস্ফোরণে এত বড় ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন চিন্হ দেখা দিয়েছে। সূত্রের খবর…আসে পাশের কারখানা গুলি লোহার কারখানা। তবে এত দূরে ছিটকে পড়ে এত বড় বস্তু নিয়ে চিন্তায় এলাকাবাসী। কি করে ঘটল ঘটনা তার তদন্ত শুরু হয়েছে। যদিও গ্রামবাসীরা তাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। রাস্তা অবরোধ ও করেছে।

Related Articles