রাজ্যের খবর

Big Breaking : Lok Sabha Election 2024 : ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার, দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিয়ো

Big Breaking : Lok Sabha Election 2024 : Lakhs of money recovered from businessman's house, watch the exclusive video

The Truth Of Bengal :  ভোটের আগে বনগাঁয় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা আয়কর দফতরের। উদ্ধার হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। টাকার উৎস জানার চেষ্টা করছেন আয়কর আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে এসে তল্লাশি শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনওরকম সদুত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করেন। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিস মিলেছে। কেন এত নগদ টাকা মজুত রেখেছিলেন ওই ব্যবসায়ী তা জানার চেষ্টা করছেন আয়কর আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles