রাজ্যের খবর
Trending

Big Breaking : বোলপুরে বিজেপি এজেন্টের বাড়িতে আগুন, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

Big Breaking : Fire at BJP agent's house in Bolpur, arrows of complaint against Trinamool

The Truth Of Bengal :  বোলপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। বিজেপি করার অপরাধে বাড়িতে আগুন লাগানোর ঘটনা বলে দাবি বিজেপির। বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের শঙ্কু বারইয়ের বাড়িতে গতকাল মধ্যরাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়।

বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বুথ এজেন্ট ছিলেন শঙ্খু। ভোট মিটে যাওয়ার পর থেকে তার ওপর লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ওই এলাকার স্থানীয় কাউন্সিলর ওমর শেখ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের তরফ থেকে এই হামলার ঘটনা ঘটানো হয়নি বলেই দাবি তার। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ।

Related Articles